১১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা আর ভালোবাসায় বাবুকে স্মরণ

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৫ নভেম্বর, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর একাদশ তম মৃত্যুবার্ষিকী।

গতকাল শনিবার সকাল থেকে মরহুমের গ্রামের বাড়ি হাইলধরের বাবুর কবরে ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ ভিড় করে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। গতকাল শনিবার সকালে বাবুর কবরে তাঁর জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি আবু সুফিয়ান, শাহজাদা মহিউদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধর, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.আবদুল মান্নান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এস এম আলমগীর চৌধুরী, ভিপি জাফর উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, চেয়ারম্যানদের মাঝে নোয়াব আলী, কলিম উদ্দীন, এম এ কাইয়ুম শাহ, আমিন শরীফ, বীর মুক্তিযোদ্ধা শামশুল ইসলাম চৌধুরী, হাসনাইন জলিল চৌধুরী শাকিল, অসীম কুমার দেব, আফতাব উদ্দিন সোহেল, আজিজুল হক চৌধুরী বাবুল, মো. ইদ্রিস, উপজেলা আ.লীগের সহসভাপতি আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী, শাহাব উদ্দীন আহমদ, সগীর আজাদ, হাফেজ আবুল হাসান কাশেম, মোঃ জসিম উদ্দীন আমজাদী, বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, আজিজুল হক নসু, এডভোকেট ইমরান হোসেন বাবু, সাহাব উদ্দীন হেলাল, দিদারুল ইসলাম চৌধুরী প্রমুহ।

মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ, আনোয়ারা উপজেলা পরিষদ, দক্ষিণ জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আ.লীগ লীগ, আনোয়ারা উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ পৃথক পৃথকভাবে মিলাদদোয়া মাহফিল, খতমে কোরআন ও মরহুমের কবরে পুস্পমাল্য অর্পন করে। তাছাড়া বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ বাবুর কবরে পুষ্পমাল্য ও জেয়ারতের মধ্যে দিয়ে দিবসটি পালন করে।

সাবেক মেয়র মনজুর আলম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু গরীব দরদী ও মানবসেবক ছিলেন। রাজনীতিকে তিনি হৃদয় দিয়ে ধারণ করে দেশের জন্য নিবেদিত ছিলেন। দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশপুনর্গঠন, গণতন্ত্র ভাত ও ভোটের অধিকার আন্দোলনে সোচ্চার ছিলেন। তিনি বলেন, বাবু খাঁটি দেশপ্রেমিক ও নিঃস্বার্থ সমাজসেবক ছিলেন। তার আদর্শ ধারণ করলে দেশ ও জাতি উপকৃত হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতির মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৪ নভেম্বর ২০২৩ খ্রি. সকালে এইচ এম ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র এসব কথা বলেন। অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, খতমে কোরানে পাক, মিলাদ ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে সমাজসেবক সৈয়দ আবেদ আবদুল্লাহ মনজুর আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান আলী, আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, মাওলানা জিয়াউল হক, মাওলানা রাশেদুল হক, হাফেজ মো: আমজাদ হোসাইন, মাহফুজুর রহমান, নজরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন, মো: ওমর ফারুক, মোহাম্মদ মহসিন, রিয়াজ উদ্দিন, মোহাম্মদ সুজন, আবু তৈয়ব, মাওলানা মোশাররফ প্রমুখ। মিলাদ মাহমফিল ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (.) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল মান্নান।

দক্ষিণজেলা যুবলীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকালে দক্ষিণজেলা যুবলীগের পক্ষ থেকে মরহুমের নিজ বাড়িস্থ কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, জেলা যুবলীগের সহ সভাপতি মোঃ তৌহিদুল আলম, মোঃ শহীদুল ইসলাম, মোঃ আকতার হোছাইন, মোঃ মাইনুদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মুরিদুল আলম মুরাদ, মুঃ বেলাল হোসেন মিঠু, মোঃ আবিদ হোসেন, মোঃ নুরুল আমিন, রাজু দাস হিরো, আবু হায়দার মোঃ ওসমান গনি রাসেল, সিরাজুল ইসলাম চৌঃ, জাহিদুল হক চৌঃ মার্শাল, মাহবুবুর রহমান, নাজিম উদ্দীন হায়দার, শওকত ওসমান, হাসানউল্লাহ, মোঃ ওসমান আলী, অনুপম চক্রবর্তী, মাস্টার লিটন নাথ প্রমুখ। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী আসবেন, তাই সংস্কার হচ্ছে মাতারবাড়ির ভাঙা সড়ক
পরবর্তী নিবন্ধ৭৮৬