বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে নারী কন্ঠে বাঁশখালীতে বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন জনকে ফোন দিয়ে টাকা দাবি ও বড় ধরনের আর্থিক প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার এমন অভিযোগ পাওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সকলকে সতর্ক করার পাশাপাশি থানা প্রশাসন ও সকল জনপ্রতিনিধিদের এ বিষয়ে অবহিত করেন ইউএনও, যাতে এ ধরনের টেলিফোনে কেউ বিভ্রান্ত না হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার ফেসবুক আইডি টহড় ইধহংশযধষর–তে নিজের অভিমত ব্যক্ত করে বলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে নারী কন্ঠে বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন জনকে ফোন দিয়ে বড় ধরনের আর্থিক প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের জালিয়াত চক্রের কেউ আমার পরিচয় দিয়ে কোনো ধরনের টাকা চেয়ে আপনাদের ফোন দিলে নাম্বারটি দ্রুত মেম্বার/চেয়ারম্যান/ ওসি বা আমাকে অবহিত করুন।
ইতোমধ্যে প্রাপ্ত নাম্বার সমূহের মাধ্যমে প্রতারক চক্রকে খুঁজে বের করার জন্য বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরলস কাজ করছে বলে জানান এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।