চট্টগ্রামে আজ বিএনপির হরতাল

খসরুকে গ্রেপ্তারের প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ নভেম্বর, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

আজ রোববার চট্টগ্রামে সকালসন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে এ হরতালের ডাক দেয়। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এই হরতাল কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। হরতাল কর্মসূচি ঘোষণার বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন নগর বিএনপি’র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী।

বিএনপি’র বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে এ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, আজ রোববার ও আগামীকাল সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুইদিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালঅবরোধ জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি। বিএনপি ঘোষিত এই কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ, জনসম্পৃক্ত, সিনিয়র নেতাদের মুক্তি ও এক দফার দাবি আদায়ের। এই হরতাল, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। তাই চট্টগ্রামবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ কর্মসূচি পালন করার আহবান জানানো হয়। বিএনপির ভাইসচেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগরের আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান ও যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম হরতাল পালনের আহবান জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআগুন সন্ত্রাস চালিয়ে গর্তে ঢোকা বিএনপিকে শায়েস্তা করা হবে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধরক্তচক্ষুর মধ্যেও কখনো আপস করেননি আখতারুজ্জামান বাবু