চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে নারী কন্ঠে বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্নজনকে ফোন দিয়ে বড় ধরনের আর্থিক প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আজ শনিবার (৪ নভেম্বর) বিভিন্নজনের কাছে নারী কন্ঠে ফোন করে টাকা দাবি ও আর্থিক প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ পাওয়ায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করার পাশাপাশি থানা প্রশাসন সকল জনপ্রতিনিধিদের অবহিত করে যাতে এ ধরনের টেলিফোনে কেউ বিভ্রান্ত না হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত ব্যক্ত করে বলেন, “বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয় দিয়ে নারী কন্ঠে বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্নজনকে ফোন দিয়ে বড় ধরনের আর্থিক প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের জালিয়াত চক্রের কেউ আমার পরিচয় দিয়ে কোনো ধরনের টাকা চেয়ে আপনাদের ফোন দিলে নম্বরটি দ্রুত মেম্বার/চেয়ারম্যান/ওসি বা আমাকে অবহিত করুন।”
ইতোমধ্যে প্রাপ্ত নম্বর সমূহের মাধ্যমে প্রতারক চক্রকে খুঁজে বের করার জন্য বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরলস কাজ করছেন বলে জানিয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।