পণ্য ও গণ পরিবহন মালিক শ্রমিকের যৌথ মতবিনিময় সভা

| শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

পণ্য ও গণ পরিবহন মালিক শ্রমিকের যৌথ মতবিনিময় সভা গতকাল নগরীর কাজীর দেউড়িস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চলমান আন্দোলনে পরিবহনকে টার্গেট না করা, ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক শ্রমিকদের আর্থিক অনুদান, আহতদের চিকিৎসা ও নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় সভায়। বাংলাদেশ অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযুদ্ধো কমান্ডার সারোয়ার কামাল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, বাংলাদেশ ন্যাশনাল কনস্ট্রাকশন এন্ড উড লেবারপারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্পাদক গিয়াস উদ্দিন তুহিন, ফেরদৌস জামান মুকুল, আবু, সুমন প্রমুখ। সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান আরটিসিতে সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা উচ্চ বিদ্যালয় হীরক জয়ন্তী উৎসবের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধপূর্বাশার আলোর ২০ বছর পূর্তিতে অসহায় মহিলাকে ঘর উপহার