ইন্দোনেশিয়ায় কফ সিরাপে দুই শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান নির্বাহীসহ চার কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে আদালত। তারা দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। যদিও কোম্পানির পক্ষের আইনজীবী বলেছেন, তারা আদালতে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন এবং বুধবারের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছেন। খবর বিডিনিউজের।
বিবিসি জানায়, আদালত তাদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড এবং এক বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া জরিমানা করা করেছে। আফি ফার্মা নামের ওষুধ কোম্পানিটি তাদের প্রস্তুতকৃত কফ সিরাপে অতিরিক্ত মাত্রায় বিষাক্ত উপাদান থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আফি ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ প্রাসেতিয়া হারাহাপের নয় বছর এবাং বাকি আসামীদের প্রত্যেকের জন্য সাত বছরের কারাদণ্ডের সাজা চেয়েছিলেন।
প্রসিকিউটরের বরাত দিয়ে বিবিসি জানায়, আফি ফার্মা কফ সিরাপ তৈরির কাঁচামাল হিসেবে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে দুই ব্যাচে প্রোপিলিন গ্লাইকল কিনেছিল। কিন্তু তাদের সরবরাহ করা ওই দুই ব্যাচে প্রোপিলিন গ্লাইকলের পরিবর্তে প্রকৃতপক্ষে ৯৬ শতাংশ থেকে ৯৯ শতাংশ এথিলিন গ্লাইকল ছিল।