বিএনপির টানা তিনদিনের অবরোধ কর্মসূচি গতকাল শেষ হয়েছে। গতকাল তৃতীয় দিনের মতো নগরীর প্রবেশমুখ ও জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে মিছিল হয়েছে। নগরীতে ১০ নেতা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এদিকে আমাদের রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় গতকাল দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ও দুটি বাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বাসগুলো কাপ্তাই সড়কের পরিবহন সংস্থা এবি ট্রাভেলসের মালিকানাধীন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের বনগ্রাম গণবিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
এর আগে বুধবার ভোররাতেও একই ইউনিয়নের হাবিবের গোট্টা এলাকায় একটি ট্রাকে আগুন ও অপর একটি ভাঙচুর করা হয়েছে। একইরাতে পোমরা সেলিমা কাদের কলেজ গেট এলাকায় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। এছাড়া পদুয়া ইউনিয়নের রাজারহাট ব্রীজ এলাকায় নাশকতার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত পৃথক তিনটি নাশকতা মামলা হয়েছে এবং বাস ভাংচুর ও পুড়ানোর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
বাস ভাংচুর ও পুড়ানোর বিষয়ে এবি ট্রাভেলসের অন্যতম পরিচালক রাসেল চৌধুরী জানান, তাদের বাসগুলো বরাবরের ন্যায় চন্দ্রঘোনা গণবিদ্যালয়ের সামনের নির্ধারিত স্থানে রাখা ছিলো। ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে ১০/১৫ জন মুখোশধারী দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রহাতে সেখানে হামলা চালায়। তারা প্রথমে একটি বাসে পেট্টোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এছাড়া ভাংচুর করে আরও দুটি বাস। এরপর তারা পাশের পাহাড় দিয়ে পালিয়ে যায়। ভাগ্যক্রমে বাসের ভেতর থাকা ৪ জন স্টাফ কোনোরকম প্রাণে রক্ষা পেয়েছেন। রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, ‘ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। তিনি বলেন, ট্রাক পুড়ানোর ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরো ৪০–৫০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেন ক্ষতিগ্রস্ত ট্রাকচালক মো. মোস্তফা। অন্যদিকে মোটরসাইকেল পুড়ানোর ঘটনায় মালিক আবু নাসের উদ্দিন আরফাত বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে বিবাদী করে মামলা করেছেন। অন্যদিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, বুধবার বিকেলে পদুয়া ইউনিয়নের রাজার হাট ব্রীজের পাশে একদল দুর্বৃত্ত বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ও লাঠিসোটা নিয়ে ত্রাস সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় তারা কয়েকজনকে মারধর করে আহত করে। এ ঘটনায় স্থানীয় সামশুল আলমের ছেলে মোহাম্মদ তহিদ মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে ও আরো ২০০–২৫০ জনকে অজ্ঞাত আসামী করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা হয়েছে। এসব থানা সুত্রে জানা যায়, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় ৭ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়ন থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল সালাম মেম্বার, যুবদল নেতা রাসেল, রবিউল ও ফারুক, পৌরসভার মুরাদনগর থেকে জামাল উদ্দিন সওদাগরকে গ্রেফতার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ। অপরদিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ সরফভাটা ইউনিয়ন থেকে যুবদল নেতা হুমায়ুন ও পদুয়া ইউনিয়ন থেকে যুবদল নেতা লেয়াকতকে গ্রেফতার করে। তাদেরকে বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, তিনদিনের অবরোধের শেষদিনে গতকাল যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। একইসঙ্গে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও বাড়ে। সতর্ক অবস্থানে ছিল আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে নাশকতা ঠেকাতে উপজেলা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবস্থানে ছিল। গত বুধবার মধ্যরাতে পুলিশ–বিজিবির পাহারায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করেছে। বিএনপি–জামাতের অবরোধ কর্মসূচিতে বুধবার রাতে দেখা গেছে, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকে প্রায় স্বাভাবিক দিনের মতো গাড়ি চলাচল করছে।
যাত্রীবাহী বাস পার করার এ কার্যক্রমে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম। তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় যাত্রীবাহী যান পারাপারের ব্যবস্থা নেন জেলা প্রশাসক। তাঁরা ৫টি বাস সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় একজন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে গ্রহণ করেন। এরপর গাড়িগুলোকে সীতাকুণ্ডের সীমানা বড় দারোগাহাট ওজন স্কেল এলাকা পার করে দেন। তিনি আরো বলেন, বড় দারোগাহাটে আগেভাগে উপস্থিত থাকা মিরসরাই উপজেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের হাতে তিনি বাসগুলো হস্তান্তর করেন।
এদিকে গতকাল দুপুরে অঙিজেন এলাকায় নগর যুবদল নেতা আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে ও ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেহাবাদ, চৌধুরী হাট ও লালিয়ার হাট এলাকায় কর্মসূচি পালন করেন ব্যারিষ্টার শাকিলা ফারজানার কর্মী সমর্থকেরা। বিকেলে বায়েজিদ লিংক রোড়ের এশিয়ান উমেন ইউনিভার্সিটি এলাকায় মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় বিএনপি নেতা উদয় কুসুম বডুয়া ও উত্তর জেলা বিএনপি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ঢাকা ট্রাঙ্ক রোড়ে পাহাড়তলী থানা যুবদল ও বায়েজিদ লিংক রোডে বায়েজিদ থানা যুবদল, আসাদগঞ্জ, শুটকি পট্টি ও চামড়ার গুদাম এলাকায় অবরোধের সর্মথনে মিছিল ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে কোতোয়ালি থানা বিএনপি নেতাকর্মীরা।