নগরীর দক্ষিণ পতেঙ্গার আশরাফ আলী হোটেলের ১৩ বছরের কিশোর কর্মচারীকে যৌন নিপীড়নের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি হলেন, নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর এলাকার মৃত বকবুল আহম্মদের ছেলে মো. আব্দুর রহিম (৫৫)। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন। এ সময় মো. আব্দুর রহিম কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় দিয়েছেন। আদালতসূত্র জানায়, ২০২০ সালের ৬ অক্টোবর ১৩ বছরের কিশোর হোটেল কর্মচারী বলৎকার হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোর নিজে বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করে। তদন্ত শেষে পুলিশ মো. আব্দুর রহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় চার্জশিট দিলে আদালত তা গ্রহণ করেন এবং ২০২১ সালের ১৪ অক্টোবর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।