ফটিকছড়িতে গাছ কাটায় বাধা দেয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৮:৪৯ অপরাহ্ণ

নিজের বাড়ির সীমানার গাছ কাটায় বাধা দেয়ায় ফটিকছড়িতে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই পল্লী চিকিৎসকের নাম দুলাল চন্দ্র শীল(৫০) বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ভুজপুর বাগান বাজার ইউনিয়নের মতিন নগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পল্লী চিকিৎসককে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, মতিন নগর গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া কোনো প্রকার কথার্বাতা বা অনুমতি ছাড়া পল্লী চিকিৎসক দুলাল চন্দ্র শীলের বাড়ির সীমানার বিভিন্ন ফলদ ও বনজ গাছ কাটা শুরু করেন। দুলাল শীল গাছ কাটায় বাধা দিলে ফরিদ মিয়া ধারালো দা দিয়ে তার মাথায় কোপান।

এ সময় দুলালের স্ত্রীসহ পরিবারের লোকজন এসে দুলালকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রামগড় হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এবং দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ৩ কোটি টাকার জায়গা উদ্ধার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার