জাতিসংঘের বিবৃতি আসল ঘটনা বিবর্জিত : পররাষ্ট্রমন্ত্রী

| বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতায় ক্ষমতাসীনদেরও জড়িত থাকার ইঙ্গিত দিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতিতে ‘তথ্যের ঘাটতি’ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ওই বিবৃতি প্রকাশের পরদিন গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, অনেকগুলো বর্ণনা ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ। আসল ঘটনা থেকে বিবর্জিত। বাংলাদেশে সহিংসতার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জানিয়ে গত মঙ্গলবার বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। খবর বিডিনিউজের।

ওই বিবৃতিতে গত শনিবার ৩০ জন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিএনপি কর্মীদের পাশাপাশি ক্ষমতাসীনদের সম্পৃক্ত থাকার সন্দেহ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর সরকার বিরোধী বিক্ষোভকারীরা প্রধান বিচারপতি ও অন্য কয়েকজন বিচারপতির বাসায় হামলা করেছে বলে অভিযোগ রয়েছে। অন্তত ৩০ জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন বিক্ষোভকারী এবং মুখোশধারী মোটরসাইকেল আরোহীদের হাতে, ধারণা করা হচ্ছে তারা ক্ষমতাসীন দলের সমর্থক। জাতিসংঘের মানবাধিকার সংস্থার এই বিবৃতির প্রতিবাদ সরকার দেবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা তার একটা রিবাটাল দেব। কারণ আমরা মনে করি ঠিকমত তারা ইনফর্মড না। তাদের তথ্যে গ্যাপ আছে। এই রকম প্রতিষ্ঠানগুলোর যদি তথ্যে গ্যাপ থাকে তা খুবই দুঃখজনক। তো, আমরা সেটি তাদের দৃষ্টি আকর্ষণ করব। এদিকে, জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিবৃতির পাল্টায় একটি বিবৃতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে, বিএনপির মিথ্যা প্রচারণার ফাঁদে পড়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়। বিবৃতি সংশোধনের আহ্বানও জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে, তথ্য পাওয়ার পদ্ধতি ‘পর্যালোচনা’ এবং প্রকাশের আগে তা ‘যাচাইবাছাইয়ের’ পরামর্শ দেওয়া হয়েছে জাতিসংঘকে।

পূর্ববর্তী নিবন্ধঅবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ-মিছিল
পরবর্তী নিবন্ধকবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ, উত্তেজনা