মোদী সরকারের বিরুদ্ধে ফোন হ্যাকের চেষ্টার অভিযোগ বিরোধীদের

| বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

অ্যাপল থেকে ফোন হ্যাকিং বিষয়ে পাঠানো এক সতর্কবার্তা নিয়ে মঙ্গলবার দিনভর সরগরম ছিল ভারতের রাজনীতি। দেশটির বিভিন্ন বিরোধী দলের কয়েকজন নেতা এদিন নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তাদের ফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ তুলেছেন। যে অভিযোগের সূত্রপাত ঘটান পশ্চিম বঙ্গের কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে দাবি করেন, মোদী সরকার তার আইফোন হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপেল কোম্পানি থেকে তার ফোনে তেমনই একটি সতর্ক বার্তা এসেছে। প্রমাণ হিসেবে তিনি পোস্টের সঙ্গে অ্যাপেল থেকে পাওয়ার ম্যাসেজের স্ক্রিনশটও দেন। খবর বিডিনিউজের।

যেখানে লেখা রয়েছে, ‘রাষ্ট্র পরিচালিত হ্যাকাররা আপনাকে টার্গেট করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত আছে সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন..সম্ভবত এ সব দেখে হ্যাকাররা নির্দিষ্ট করে আপনাকেই টার্গেট করেছে।’ তারপর একই অভিযোগ এনে একে একে আরো বেশ কয়েকজন নেতা নিজেদের পাওয়া অ্যাপেলের সতর্কবার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এই নেতাদের মধ্যে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীও রয়েছেন বলে জানায় কলকাতার দৈনিক আনন্দ বাজার।

সঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর, আম আদমি পার্টি নেতা রাঘব রাড্ডা, শিবসেনা মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি এবং কংগ্রেস নেতা পবন খেরাও একই অভিযোগ তোলেন।

পূর্ববর্তী নিবন্ধইংরেজি অভিধানে বছরের সেরা শব্দ ‘এআই’
পরবর্তী নিবন্ধইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া