চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ গত মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। হৃদিতা চলচ্চিত্রে ‘ঠিকানা বিহীন তোমাকে’ গানের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হন সঙ্গীত শিল্পী চন্দন সিনহা ও অপারেশন সুন্দরবন চলচ্চিত্রে ‘এ মন ভিজে যায়’ গানের জন্য বাপ্পা মজুমদার।
চট্টগ্রামের ছেলে চন্দন সিনহার এটি দ্বিতীয়বারের মতো সঙ্গীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৩ সালে চন্দন সিনহা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি চলচ্চিত্রে আমি নিঃস্ব হয়ে যাবো গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি একটি বেসরকারি টেলিভিশনের পরিচালক। পুরস্কার প্রাপ্তিতে এক প্রতিক্রিয়ায় চন্দন সিনহা ভবিষ্যতে আরো ভালো গান উপহার দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। চন্দন সিনহার দাদা নূতন চন্দ্র সিংহ, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদ। ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ঔষধালয় তাদের পারিবারিক প্রতিষ্ঠান। চন্দন সিনহার পিতা ছিলেন গৌরঙ্গ সিংহ, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
দুই দশকের বেশি সময় ধরে গানের জগতে আছেন শিল্পী চন্দন সিনহা। চট্টগ্রামে তাঁর পরিবারে ছিল সাংস্কৃতিক আবহ। তাঁর স্বপ্ন ছিল ভারতের মুম্বাইতে গান করার। সেজন্য বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন তিনি। কিন্তু সে স্বপ্ন পূরণ না হওয়াতে চলে আসেন দেশে। সখ্য হয় প্রয়াত নির্মাতা আবদুল্লাহ আল মামুনের সাথে। চন্দন সিনহাকে তাঁর বেশির ভাগ নাটক বা চলচ্চিত্রের পুরুষ কণ্ঠ হিসেবে পছন্দ করেন আবদুল্লাহ আল মামুন। খুব বেশি সংখ্যক গান না করলেও তাঁর গান শ্রোতাদের কাছে পরিচিত।