ড্রেনে মিললো ৫ দিন ধরে নিখোঁজ শিশু রোহানের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

কক্সবাজারে ড্রেন থেকে উদ্ধার করা হলো ৫ দিন ধরে নিখোঁজ শিশু আশরাফুল ইসলাম রোহানের () মরদেহ। গতকাল বুধবার বিকালে নাপ্পাঞ্জা পাড়ার ড্রেনে রোহানের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও শিশুটির পরিবার খবর পেয়ে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে। শিশু রোহান ঝিলংজার দক্ষিণ হাজি পাড়ার রহমত উল্লাহর পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম রোহান নূরানী মাদ্রাসার ছাত্র ছিল। গত শনিবার প্রতিদিনের ন্যায় খেলতে গিয়ে সন্ধ্যায় আর বাড়ি ফিরেনি রোহান। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। শিশুটির সাথে কারো ঝগড়াও হয়নি। তার নির্মম এই মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন কঙবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান। তিনি বলেন, তাকে হত্যার কোনো ধরনের মোটিভ মিলেনি। তার মরদেহ কঙবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘অনেক দূর আগাতে রাজি’ মালিকপক্ষ
পরবর্তী নিবন্ধচালু হলো বাংলাদেশের নিজস্ব কার্ড টাকা-পে