বিএনপির ডাকা একটানা তিন দিনের অবরোধের গতকাল দ্বিতীয় দিনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও প্রতিটি ট্রেনে যাত্রী সংখ্য ছিল কম। আজকে যেসব ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে তার মধ্যে অনেক ট্রেনের এখনো দেড়শ থেকে তিনশ পর্যন্ত টিকিট রয়ে গেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল ট্রেন চট্টগ্রাম এসেছে তাতেও ছিল একই চিত্র। অনেক ট্রেনে দুইশ থেকে আড়াইশ পর্যন্ত সিট খালি ছিল। গতকাল বুধবার বিকাল তিনটায় চট্টগ্রাম স্টেশনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম–ঢাকা, চট্টগ্রাম–চাঁদপুর, চট্টগ্রাম–সিলেট, ময়মনসিংহগামী ট্রেন সময় মতো আসা–যাওয়া করেছে। স্টেশনে যাত্রীদের আনাগোনা অন্যান্য দিনের তুলনায় কম ছিল। অনেকেই টিকিট কেটে যাননি। ট্রেন ছাড়ার আগ মুহূর্তে অনেক ট্রেনে দেড়শ থেকে দুইশ সিটের মতো খালি দেখা গেছে। স্টেশনে অন্য দিনের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক। ট্রেনগুলো যথাসময়ে আসছে, ছেড়ে যাচ্ছে। সকাল থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে, সবগুলো ট্রেন ঠিক সময়েই ছেড়েছে। আবার ফিরেও এসেছে ঠিক সময়ে। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রী কম থাকার কথা উল্লেখ করে রতন কুমার চৌধুরী বলেন, সুর্বণ এঙপ্রেসে ৮৯০ টিকিটের মধ্যে ৬৬৭ টিকিট বিক্রি হয়েছে, সিলেটগামী পাহাড়িকা এঙপ্রেসে ৬৪৮ টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ৪৯৬ টিকিট, ময়মনসিংহগামী বিজয় এঙপ্রেসে ৭৪০ টিকিটের মধ্যে ৪৭১ টিকিট বিক্রি হয়েছে, মহানগর এঙপ্রেসে ৭৪৬ টিকিটের মধ্যে ৫৯৪ টিকিট বিক্রি হয়েছে, সোনার বাংলায় ৮৯০ টিকিটের মধ্যে ৭৩৭ টিকিট বিক্রি হয়েছে, চাঁদপুরগামী মেঘনা এঙপ্রেসে ৯২৭ টিকিটের মধ্যে ৫৭৩ টিকিট বিক্রি হয়েছে।