চবিতে রাতের আঁধারে দুই দফায় ককটেল বিস্ফোরণ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চলমান হরতাল অবরোধের মধ্যে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে রাতের আঁধারে দুই দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর ও কেন্দ্রীয় মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখন পর্যন্ত সনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চবির নিরাপত্তা দফতরে ভারপ্রাপ্ত প্রধান শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গতকাল রাতে কে বা কারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও নিরাপত্তা দফতর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ জায়গাগুলোতে কোনো সিসি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা যায়নি।

চবি প্রক্টর নুরুল আজিম শিকদার বলেন, আমরা বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু জড়িতদের সনাক্ত করা যায়নি। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা কর্মীদের সার্বক্ষণিক তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গতকাল দিনের বেলা সব স্বাভাবিক থাকলেও শিক্ষক, কর্মকর্তাকর্মচারীর কোনো বাস শহরে ছেড়ে যায়নি। গত সোম, মঙ্গলবারের মত গতকালও স্থগিত ছিল বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত বেশিরভাগ পরীক্ষা। দাপ্তরিক কাজেও ছিল স্থবিরতা।

পূর্ববর্তী নিবন্ধ২৪ বছরের অপেক্ষা ফুরাল দক্ষিণ আফ্রিকার
পরবর্তী নিবন্ধট্রেন চলাচল ‘স্বাভাবিক’ থাকলেও যাত্রী কম