ফ্রান্সের প্যারিসে একটি ট্রেন স্টেশনে নিরস্ত্র এক নারীকে গুলি করেছে দেশটির সন্ত্রাস দমন পুলিশ। পুলিশের দাবি ওই নারী পথচারীদের আত্মঘাতী হামলার হুমকি দিচ্ছিল। মঙ্গলবার প্যারিসের বিবলিওতেক ফঁসোয়া–মিতেহঁ স্টেশনে ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানায় বিবিসি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা বিবিসিকে বলেন, ওই নারী পুরোপুরি বোরকায় ঢাকা ছিলেন এবং স্টেশনে দাঁড়িয়ে পথচারীদের বোমায় নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেলেন। পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু ওই নারী তা করেননি। পরে পুলিশ তাকে আট রাউন্ড গুলি করে। খবর বিডিনিউজের।
সে সময় ওই নারী আল্লাহু আকবর বলে চিৎকার করেন বলেও দাবি করেছে পুলিশ। পুলিশ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিল। তাই তাকে গুলি করে। গুলিতে নারী গুরুতর আহত হলেও তার অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে বলে জানা গেছে। বেশিরভাগ গুলি তার পেটে লেগেছে। যে পুলিশ কর্মকর্তারা নারীকে গুলি করেছেন তাদের শরীরে বডি ক্যামেরা ছিল। যেগুলোর ফুটেজ পরীক্ষা করে সেখানে ঠিক কি ঘটেছিল তা বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান সরকারের একজন মুখপাত্র। ঘটনায় দুইটি তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। হামাস–ইসরায়েল সংঘাতের মধ্যে এমন ঘটান ফ্রান্সে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।