বিশেষ দিনে অসহায় শিশুদের সঙ্গে মেহরীন

| বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় পপ গায়িকা মেহরীন মাহমুদ। গত সোমবার ছিল তার জন্মদিন। নিজের জন্মদিনটা অসহায় শিশুদের নিয়ে কাটিয়েছেন তিনি। অসহায় মানুষের কথা চিন্তা করেই নিজের জন্মদিনের বিকেলে কক্সবাজারের একটি হোটেলে ব্যতিক্রমী এক সেমিনারের আয়োজন করেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আয়োজন ছিল সাধারণ মানুষকে সচেতন করা। যৌথভাবে সেমিনারের আয়োজন করে উইমেন ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিসডব্লিউএফডব্লিউপি ও অরবিস ইন্টারন্যাশনাল। সেমিনারের বিষয় ছিল ‘চোখের যত্ন ও সচেতনতা বৃদ্ধি’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী মেহরীন মাহমুদ। খবর বাংলানিউজের।

বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, ইউএন উইমেন, কক্সবাজারএর নুসরাত জহির এবং অরবিস ইন্টারন্যাশনালএর সহযোগী পরিচালক, . ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে এনজিও এবং স্বাস্থ্যখাতে কর্মরত বেশ কয়েকজন ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মেহরীন বলেন, প্রোগ্রামের মাধ্যমে আমরা চক্ষু বিশেষজ্ঞদের নিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় ক্যাম্পেইন করে থাকি এবং এর মাধ্যমে দেশের অসহায় এবং সুবিধাবঞ্চিতদের চোখের সুরক্ষা, সতর্কতা এবং প্রতিকারের জন্য সচেতনতা বৃদ্ধিতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা একটা মানবিক কাজ। এ রকম মানবিক কাজে আমাদের মত মানুষদেরই সর্বাগ্রে এগিয়ে আসা উচিত। কারণ, আমরা যারা মানুষের কাছে অনেক প্রিয়, তারা এগিয়ে এলে সাধারণ মানুষ সহজেই সচেতন হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধবুসানে পুরস্কৃত জয়ার ‘নকশিকাঁথার জমিন’
পরবর্তী নিবন্ধবহুমাত্রিক প্রতিভা অভিনেতা আসাদুজ্জামান নূর