বিএনপি–জামায়াতের অবরোধ কর্মসূচি প্রতিরোধে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল নগরীর ৬টি স্পটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি–জামায়েত তাদের বিদেশি প্রভূদের কাছে দাসখত দিয়েছে। তারা দেশের স্বার্থকে বিসর্জন দিতে চায়। পারলে তারা দেশও বিক্রি করে দেবে। চট্টগ্রামের বিএনপি–জামায়াতের সন্ত্রাসীরা যানবাহনে চোরা গোপ্তা হামলা চালিয়ে আগুন দিয়ে জনমনে আতংক ছাড়ানোর চেষ্টা করছে। বিএনপি–জামায়াতের আগুন সন্ত্রাসীদের আর রক্ষা নাই। এবার রাজপথে প্রতিরোধ করা হবে।
গতকাল দারুল ফজল মার্কেট চত্বরে, সল্টগোলা ক্রসিং, বহদ্দারহাট মোড় চত্বরে, অঙিজেন মোড়ে, অলংকার মোড়, নতুন ব্রিজ চত্বরে শান্তি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
দারুল ফজল মার্কেট চত্বরে শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, নির্বাচন হবেই; তবে নির্বাচন বানচালকারীদের আমরা চিহ্নিত করে ফেলেছি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র রক্ষায় আলোচনার বিকল্প নেই। তবে এই আলোচনা হবে শর্তহীন। কেননা আওয়ামী লীগ কখনো কোনো দাসত্বনামায় বন্দী হবে না। তিনি বলেন, ঢাকায় পুলিশকে হত্যা করে তার পকেট থেকে মোবাইল ও টাকা চুরি করে নেয়ার ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। তারা ক্ষমতায় গেলে জনগণের পকেটতো মারবেই পুরো বাংলাদেশ ব্যাংক লুট করে বিদেশে পাচার করে দেবে। এ ধরনের গণশত্রুকে কখনো রাষ্ট্র ক্ষমতায় জাতি দেখতে চায় না।
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, পেয়ার মোহাম্মদ, স্বপন কুমার মজুমদার, মো. ইকবাল হাসান, আফছার উদ্দিন চৌধুরী, লায়ন আশীষ ভট্টাচার্য্য, রুহুল আমিন তপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
সল্টগোলা ক্রসিং : সল্ট গোলা ক্রসিংয়ে সংগঠনের সহ–সভাপতি নঈম উদ্দীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ–সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, গোলাম মোহাম্মদ চৌধুরী, মো. ইলিয়াছ, সুলতান নাসির উদ্দীন প্রমুখ। উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু প্রমুখ।
বহদ্দারহাট মোড় : বহদ্দারহাট মোড় চত্বরে সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, থানা আওয়ামী লীগের মো. সাহাব উদ্দীন আহমেদ, আনছারুল হক, সামশুল আলম, মোজাহেরুল ইসলাম চৌধুরী, আতিকুর রহমান, নুর মোহাম্মদ নুরু, নাজিম উদ্দীন চৌধুরী প্রমুখ।
অঙিজেন মোড় : এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজী শফিউল আজিম, মহব্বত আলী খান, জাফর আলম চৌধুরী, আব্দুল নবী লেদু, হুমায়ন আলম মুন্না, তানভির আহমেদ চৌধুরী, আব্দুস শুক্কুর ফারুকী, সাবেক কাউন্সিলর কফিল উদ্দীন খান।
নতুন ব্রিজ চত্বর : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শহীদুল আলমের সভাপতিত্বে ও ইফতেখার আলম জাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরুল আজিম নুরু, কাউন্সিলর নুরুল হক, জাহাঙ্গীর আলম, ফয়জুল্লাহ বাহাদুর, ইউনুছ কোম্পানি, আলী নেওয়াজ প্রমুখ।