অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর বাতিঘর জেলা লিগ্যাল এইড অফিস

১০ম মাসিক সভায় জেলা জজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণের আইনি অধিকার প্রতিষ্ঠায় সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে। সংস্থার অধীন জেলা লিগ্যাল অফিস স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে স্মার্ট আইনি সেবা প্রদান করে যাচ্ছে। সরকারি এ সেবা তৃণমূলের অসচ্ছল বিচার প্রার্থীর দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে জেলা লিগ্যাল এইড অফিস। জেলা লিগ্যাল এইড অফিস অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণের আইনের বাতিঘর। গতকাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ১০ম মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুরাদএ মাওলা সোহেল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম, অতিরিক্ত মহানগর দায়রা জজ শামছুল আরেফিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আলনাসীফ, ভারপ্রাপ্ত নেজারত ইনচার্জ মোহাম্মদ খাইরুল আমীন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ, সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর পিপি আব্দুর রশিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহপরিচালক দিলরুবা বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কামরুল পাশা ভূঞা ও ব্লাস্ট’র সমন্বয়কারী আইনজীবী রেজাউল করিম চৌধুরী। এছাড়া লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, জেলা লিগ্যাল এইডের সদস্য ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে : মেয়র