পরিবেশ দূষণ রোধে সবাইকে প্লাস্টিক ব্যবহারে সচেতন হতে হবে

গাছের চারা ও ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে আজিম আলী

| বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

আয়ূববিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের ভূমি দাতা এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী বলেছেন, বর্তমানে প্লাস্টিকের ক্ষয়ক্ষতির জন্য আমরাই দায়ী, আমরাই এটাকে আবিস্কার করেছি, আমরাই এটাকে ব্যবহার করতে শিখিয়েছি। তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। অর্থনৈতিকভাবে অনেক উন্নতি হয়েছে কিন্তু সবকিছু ম্লান করে দিচ্ছে এই প্লাস্টিক বর্জ্য। সে কারণে পরিবেশ দূষণ রোধে সবাইকে প্লাস্টিকের ব্যবহারে সতর্ক ও সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে পরিবেশ দূষণ মোকাবেলা করা সম্ভব। পরিবেশ দূষণ রোধে জনসচেতনতায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্যাম্পেইন করা দরকার। নিয়মিত ক্যাম্পেইন করা হলে পরিবেশ দূষণ রোধে সচেতনতা তৈরি হবে।

কর্ণফুলী উপজেলার আয়ূববিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে পরিবেশ সুরক্ষায় ডিভাইন এন্টিমেটস এন্ড বেলেমী টেক্সটাইলসের ভূমিকা ও স্থানীয়দের অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা এবং বায়ু, বর্জ্য দূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের গাছের চারা ও ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলেমী টেক্সটাইলস লিমিটেড এন্ড ডিভাইন ইন্টিমেটস লিমিটেডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফোর এইচ গ্রুপের উপমহাব্যবস্থাপক এম.এম. মোর্শেদ চৌধুরী, মানব সম্পদ বিভাগের সিনিয়র কর্মকর্তা ইফতেখার উদ্দিন, ডিভাইন ইন্টিমেটস লিমিটেডের কারখানা ব্যবস্থাপক মোঃ ফিরোজুল ইসলাম শামীম, সমাজ সেবক শাহাজাহান ফারুকী, আয়ূববিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠান শেষে অতিথিগণ শিক্ষার্থীদের এবং শিক্ষকদের হাতে গাছের চারা ও ডাস্টবিন তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধঅবরোধের প্রতিবাদে আনেয়ারা উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল