প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর গত ২৩ অক্টোবর সংখ্যায় ‘ডাক গাড়িতে বালু পরিবহন’ এবং ২৪ অক্টোবর সংখ্যায় ‘ডাক গাড়ির তেলের টাকাও আত্মসাতের অভিযোগ, বালু পরিবহনকারী ড্রাইভারকে স্ট্যান্ড রিলিজ’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উক্ত গাড়ির চালক মোহাম্মদ আশরাফুল ইসলাম।

নিজেকে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সার্কেল সংস্থা পূর্বাঞ্চলের সার্কেল সম্পাদক পরিচয় দিয়ে তিনি দাবি করেন, জিপিওর সরকারি ভবন সংস্কার করার জন্য পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে বালুগুলো গাড়িতে নিয়ে তিনি জিপিওতে আসেন। গাড়ি খালি থাকায় এবং ভ্যান না পাওয়ায় তিনি এ কাজ করেছেন। বালু পরিবহনের বিষয়টির সাথে তেলের টাকা আত্মসাতের অভিযোগ যাচাই না করে সাংগঠনিক প্রতিপক্ষের ভুল তথ্যের ভিত্তিতে আজাদী সংবাদটি প্রকাশ করেছে। তার সাংগঠনিক নেতৃত্ব কলংকিত এবং চরিত্র হরণের উদ্দেশ্যে এটা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রতিবেদকের বক্তব্য : সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। ওই গাড়িতে বালু পরিবহনের বেশ কিছু ছবি আজাদীর হাতে আছে। বালু পরিবহনের ঘটনায় চালক আশরাফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ এবং একদিনের মাথায় চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার অফিস আদেশ, গাড়িটির লগবুকের তথ্য, তেল উত্তোলনের তথ্যপ্রমাণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের রেকর্ডও আজাদীর কাছে রয়েছে। কারো চরিত্র হরণ নয়, ডাক পরিবহনের বিশেষায়িত গাড়িতে বালু পরিবহনের অনিয়ম তুলে ধরতেই সংবাদটি প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক মলয় মুৎসুদ্দী সমাজকে আলোকিত করেছেন
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল