নগরের বায়েজিদ রোডে ন্যাশনাল এক্সেসরিজ নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আজাদীকে জানায়, চারতলা ভবনের নিচতলায় কারখানার পরিত্যক্ত মালামাল রাখার গোডাউনে। আগুন লাগার কারণ তদন্ত করে জানা যাবে। দুপুর ১২ টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি। ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।












