ঢাকার শহীদবাগের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাদের আটক করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। নয়াপল্টনে গত শনিবার বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের সময় পুলিশ হত্যা মামলার আসামি তারা। খবর বিডিনিউজের।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে শহীদবাগের একটি বাসা থেকে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডিবি। যেখান থেকে তাদের আটক করা হয়েছে সেটির কাছেই শাহজাহানপুরে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসা। পুলিশ সেই বাসা শনিবার থেকে ঘিরে রেখেছে বলে জানান রিজভী। সমাবেশ পণ্ডের পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন।
এর আগে গত রোববার হরতালের দিন সকালে গুলশান থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেন গোয়েন্দারা। পরে তাকে সমাবেশ ঘিরে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রোববার রাতেই তাকে কারাগারে পাঠানো হয়।