টানেলের সঙ্গে সড়ক নেটওয়ার্ক গড়তে ৫৮৪ কোটি টাকার প্রকল্প

আনোয়ারা-কর্ণফুলীবাসীর জন্য ভূমিমন্ত্রীর চমক একনেকে অনুমোদন

এম নুরুল ইসলাম, আনোয়ারা | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু টানেলের সঙ্গে সড়ক নেটওয়ার্ক গড়তে যুক্ত হচ্ছে আরো একটি বড় পরিকল্পনা। আনোয়ারাকর্ণফুলীর ৫৮৪ কোটি টাকার আরো একটি সড়ক উন্নয়ন মেগা প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আর এই মেগা প্রকল্পটি অনুমোদনের নেপথ্যের কারিগর হলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। এলাকাবাসী এই প্রকল্পটিকে ভূমি মন্ত্রীর আরও একটি বড় চমক হিসেবে দেখছেন। আনোয়ারা চাতরী চৌমুহনী বাজার থেকে সিইউএফএলমেরিন একাডেমিবদলপুরাদক্ষিণ শাহমীর পুরজামতলা বাজার হয়ে সড়কটি কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাটে বঙ্গবন্ধু টানেল ছয় লেন সড়কে যুক্ত হবে। এ প্রকল্পটি ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির উদ্যোগে বাস্তবায়িত বড় উন্নয়ন মেগা প্রকল্প বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও বঙ্গবন্ধুর টানেল সংযোগ সড়কের প্রকল্প পরিচালক সুমন সিংহ জানান, আনোয়ারার ব্যস্ততম বাজার চাতরী চৌমুহনী থেকে সিইউএফএলমেরিন একাডেমিবদলপুরাদক্ষিণ শাহমীর পুরজামতলা বাজার হয়ে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট পর্যন্ত সাড়ে ১৫ কিলোমিটার সড়ক ৫৮৪ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক এ গৃহীত হয়েছে। সিইউএফএল সড়ক ও এলজিইডির দুইটি সড়কসহ মোট তিনটি সড়ক এই প্রকল্পে একীভূত করে সড়ক বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই সড়কটি জাতীয় মহাসড়কে উন্নীত করা হবে। বঙ্গবন্ধু টানেলকে ঘিরে আনোয়ারা কর্ণফুলীর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এই প্রকল্প গ্রহণ করা হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি এই প্রকল্প অনুমোদনে পেছনে যাবতীয় ভূমিকা রেখেছেন। তিনি আরো জানান, সড়কটিতে চারটি সেতু ও ১৫টি কালভার্ট নির্মাণ করা হবে। ২৮৪ কোটি টাকা ব্যয় হবে ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ ব্যয়। প্রতিটি বড় বড় বাজারে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করে সড়কটি নির্মাণ করা হবে। বাস্তবায়ন কাজ শেষ হলে ছোটবড় ১০০টি শিল্প কারখানার পণ্যবাহী যানবাহন চলাচল করবে। যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে।

কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী জানায়, একনেকে গৃহীত ৫৮৪ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পটি। আনোয়ারা কর্ণফুলীবাসীর জন্য ভূমি মন্ত্রীর বড় চমক। প্রকল্পটি বাস্তবায়ন কাজ শেষ হলে পশ্চিম অঞ্চলে আনোয়ারা কর্ণফুলীর যোগাযোগ ব্যবস্থায় নতুন সেতু বন্ধন রচিত হবে। আনোয়ারা কর্ণফুলীর দুই লাখেরও বেশি মানুষে জন্য উন্নত যোগাযোগ সুবিধা রচিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআজ শুরু হচ্ছে ‘আয়কর তথ্য সেবা মাস’
পরবর্তী নিবন্ধমির্জা আব্বাস ও আলাল আটক