কাপাসগোলায় কর্মজীবী ও বস্তিবাসীদের টিকাদান কার্যক্রম

| মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ১০:০৪ পূর্বাহ্ণ

কাপাসগোলা ইপিআই জোনের উদ্যোগে শুক্রবার চসিক স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কর্মজীবী ও বস্তিবাসীদের ফ্রি টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

টিকাদান কার্যক্রম (নিয়মিত টিকাদান কার্যক্রম) কর্মজীবী মহিলাদের সুবিধার্থে ১ বৎসরের কমবয়সী শিশুদের এবং ১৫৪৯ বৎসরের মহিলাদের বাদপড়া ও ঝরেপড়া শিশু ও মহিলাদের জন্য টিকাদান কার্যক্রম সম্পাদন করা হয়।

টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন ডা. তপন কুমার চক্রবর্তী, মৃনাল দাশ, মো. শাহজাহান, বরুণ কুমার আচার্য,জয়ন্তী দাশ, উজ্জ্বলা দাশ, আনোয়ারা আলম প্রমুখ। উল্লেখ্য, কর্মজীবি ও বস্তিবাসীদের জন্য উক্ত কার্যক্রম বন্ধের দিন শুক্রবার আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধদুস্থ মানুষের সেবা করাই মাইজভাণ্ডারী তরিকার শিক্ষা