সাতকানিয়ায় জলিল-জাহান ফাউন্ডেশনের বই বিতরণ

| মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

জলিলজাহান ফাউন্ডেশনের উদ্যোগে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মাঝে বই ও টিশার্ট বিতরণ করা হয়েছে।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীর উদ্যোগে উত্তরীয় ও টিশার্ট বিতরণ করা হয়। পরে সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় বই বিতরণ শুরু হয়। উত্তর ব্রাহ্মণডেঙ্গা সরকারি জুনিয়র হাইস্কুল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, জলিলজাহান ফাউন্ডেশনের সচিব খুরশীদ খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফরিদুল ইসলাম। ফাউন্ডেশনের পরিচালক বেলালুর রশীদের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুপম দাশ, মো. আলী, তাসলিমাতুল জান্নাত, শাহিন আকতার, আলম সওদাগর, আরাফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পৌর ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসড়ক-ফুটপাত দখল সাগরিকায় ১২ দোকান উচ্ছেদ