বাবুল চিশতি ও তার ছেলের ১২ বছর কারাদণ্ড

ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ

| মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

ফারমার্স ব্যাংকের প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের মাধ্যমে পাচারের অভিযোগে মানিলন্ডারিং আইনের মামলায় অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি ও তার ছেলে রাশেদুল হক চিশতিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ রায় দেন। এছাড়া বাবুল চিশতির স্ত্রী রোজী চিশতি ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। বাবুল চিশতি, তার স্ত্রী ও ছেলেকে ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকার দ্বিগুণ ৩১৯ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ২৪০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে বাবুল চিশতি ও রাশেদুল চিশতিকে আরও দুই বছর ও রোজি চিশতিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। খবর বাংলানিউজের।

এছাড়া তাদের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি মাসুদুর রহমান খানকে ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর কারাদণ্ড দেন আদালত। তারও সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

রায় ঘোষণার আগে বাবুল চিশতিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাশেদুল হক জামিনে থেকে আদালতে হাজির হন। রায় শেষে বাবুল চিশতি ও রাশেদুল হককে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে রোজি চিশতি ও মাসুদুর রহমান এদিন আদালতে হাজির হননি। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন এসব তথ্য জানান।

গত ৫ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ঠিক করেন। প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মামলা করে দুদক।

পূর্ববর্তী নিবন্ধএলিয়েন সম্পর্কে ধারণা দিতে পারে ইউরেনাসের অরোরা : গবেষণা
পরবর্তী নিবন্ধপিতার হাতে ক্যানোলা দিতে দেখে হৃদরোগে ছেলের মৃত্যু