বঙ্গবন্ধু টানেলের টোল প্লাজার রেলিংয়ে গাড়ির ধাক্কা, জরিমানা

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু টানেলের টোল প্লাজার অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাডো গাড়ির ধাক্কায় সড়কের পাশের রেলিং ভেঙে গেছে। এতে গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। গত রবিবার রাত ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গাড়িটিকে জব্দ করা হয়। পরে ক্ষতিপূরণের ১৪ হাজার টাকা জরিমানা করে গাড়িটি ছেড়ে দেওয়া হয় বলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ নিশ্চিত করেছেন।

টানেল কর্তৃপক্ষ ও কর্ণফুলী থানা সূত্রে জানা যায়, রবিবার রাত ৩ টার দিকে একটি কালো রংয়ের প্রাডো গাড়ি আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী বাজারের বঙ্গবন্ধু ৬ লেন টানেল সংযোগ সড়ক হয়ে প্রবেশ করে টোল প্লাজার অদূরে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে রেলিং ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর নিরাপত্তা রক্ষীরা গাড়িটি জব্দ করে। গতকাল সোমবার রেলিংয়ের ক্ষতি বিবেচনা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড-মীরসরাইয়ে মহাসড়কে বিজিবির টহল
পরবর্তী নিবন্ধ২৮ অক্টোবরের সহিংসতার চিত্র বিদেশি কূটনীতিকদের দেখাল সরকার