হরতাল অবরোধে জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালী থানার উদ্যোগে চট্টগ্রাম শহরে বিশেষ পুলিশি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) রাতে কোতোয়ালী থানার এই বিশেষ পুলিশি মহড়ায় ছিল কয়েকটি টহল ভ্যান, মোটরসাইকেল। এ সময় পুলিশ সদস্যরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির দৈনিক আজাদীকে বলেন, মাননীয় পুলিশ কমিশনার চট্টগ্রাম শহরের মেট্টোপলিটন এলাকায় যারা বসাবাস করেছেন তারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সে কারণে পুলিশের পক্ষ থেকে আস্থার জায়গাটা তৈরী করার জন্য আমাদের এই পেট্রোলিং।
এতে সব ফোর্স মিলে আট দশটা গাড়ি নিয়ে কোতোয়ালী থানা এলাকা থেকে শুরু করে নিউমার্কেট টাইগারপাস জামিউতুল ফালাহ তারপর জামালখান গিয়েছি।
আমরা সাধারণ জনগণকে বুঝাতে চাইছি যে আমরা পুলিশ সব সময় জনগণের পাশে আছি।
তাদের জানমাল রক্ষার্থে পুলিশ সদয় প্রস্তুত। এই বার্তা দেওয়ার জন্য আজকের এই পেট্রোলিংটা। যথানিয়মে কালকে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে।