দুই বিরল প্রাণীসহ পাচার চক্রের দুই সদস্য পুলিশের জালে!

আজাদী অনলাইন | সোমবার , ৩০ অক্টোবর, ২০২৩ at ১১:৫২ অপরাহ্ণ

গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযানে দুইটি বিরল প্রাণী উদ্ধার চট্টগ্রাম বাকলিয়া থানা পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭ টা দিকে নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিরল প্রাণী এবং সাকিব ও আমজাদ হোসেন নামে দুই অভিযুক্তকে আটক করেন থানা পুলিশ। পরে উদ্ধারকৃত প্রাণী দুইটাকে বন্য সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন তারা।

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি আবদুর রহিম দৈনিক আজাদীকে বলেন, গোপন সংবাদ পেয়েছি যে কক্সবাজার থেকে দুইটি বিরল প্রজাতি প্রাণী নিয়ে পাচারকারী দল তারা আসছে সেক্ষেত্রে আমরা নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায় পরবর্তীতে অভিযান পরিচালন করি এবং আমার দুইজনকে একসাথে পাই তাদের আটক করি এবং বিরল প্রজাতির প্রাণী গুলো যারা আমাদের বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে হস্তান্তর করেছি এবং তারা জানিয়েছেন এই প্রাণীর নাম গোরখোদক।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধগরীবুল্লাহ শাহ মাজার এলাকা-গাজীপুরে গাড়িতে আগুন
পরবর্তী নিবন্ধজনসাধারণের জানমালের নিরাপত্তায় কোতোয়ালী থানার পেট্রোলিং