‘যখন আপনি চান, একজন স্টার হতে
তখন আপনি কে তাতে কিছু যায় আসে না,
আপনি যা চান তা আপনার হৃদয়ে এসে পৌঁছাবেই।’
এপিজে আবদুল কালামের বাণীটা অনেক ভালো লাগে। সত্যি বলতে আপনি যখন মন থেকে কিছু চাইবেন প্রকৃতি আপনাকে সেটাই দিবে, শুধু রাখতে হয় বিশ্বাস আর দৃঢ় মনোবল। কোনও কাজ করতে গিয়ে যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন আপনি সেটা করতে পারবেন, করেই ছাড়বেন, হেরে যাওয়া চলবে না, তাহলে হাজারো পিছুটান আপনাকে পিছিয়ে আনতে পারবে না। মহান আল্লাহতালা প্রতিদিন আমাদেরকে ৮৬,৪০০ সেকেণ্ড মত সময় দেয় কারো জন্য কম বা কারো জন্য বেশি না। আপনি যদি কম পক্ষে ৩,৬০০ সেকেণ্ড নিজের জন্য রাখেন যেটা হবে শুধু একান্তই আপনার জন্য। তাহলে সেই ৩,৬০০ সেকেণ্ড আপনার জীবন পরিবর্তন করে দিবে। সেটা হতে পারে ঘুমানোর আগে বা ঘুমানোর পরে যে কোনও সময় হতে পারে। আপনি সবকিছুতে হারতে রাজি কিন্তু জীবনের ক্ষেত্রে কখনো হারতে রাজি হবেন না। জীবন গাড়িটা আপনার চালানোর ক্ষমতা আছে, গাড়ির চাবিটা আপনার কাছে রাখবেন, যদি এই মনোভাব আপনার মধ্যে চলে আসে তাহলে কিছুই আপনাকে পিছিয়ে আনতে পারবে না। প্রতিটা মানুষের কোনও না কোনও একটা আলাদা প্রতিভা থাকে একটু খুঁজে বের করে সেই জিনিস নিয়ে এগিয়ে গেলে সফলতার পথ সহজ হয়।
আপনার জীবন গাড়ি চালানোর দায়িত্ব আপনি নিজে নিবেন এবং নিজের গাড়ি আপনি নিজেই চালাবেন। জীবন একটা গাড়ির চাইতে কম না। আপনার জীবন গাড়ি চালানোর দায়িত্ব আপনাকে নিতে হবে। যেমন ভাবে গাড়িটা চালাবেন আপনার জীবনেও ঠিক তেমন ভাবেই চলবে।