তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচে তাই লক্ষ্য ছিল জয়লাভ করে পাকিস্তানকে হোয়াটওয়াশ করা। তা হয়নি। হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতলো ২–১ ব্যবধানে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গতকাল রোববার সিরিজের শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের ৩১ রানে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ১৩৩ রানের লক্ষ্যে ৯ উইকেট হারিয়ে ১০১ রান করেছে স্বাগতিকরা। প্রথমে পাকিস্তানকে কম রানে আটকে রাখতে ব্যর্থ হন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের ব্যাটাররাও পারলেন না প্রথম ইনিংসের ব্যর্থতা ঢাকতে। হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়ার ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি নাহিদা আক্তারের রেকর্ড। পাকিস্তানকে জেতার মতো সংগ্রহ এনে দেওয়ার কারিগর মুনিবা আলি। ৪৯ বলে ৮ চারে ৬১ রান করেন কিপার–ব্যাটার। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। শেষ ম্যাচে ৪ ওভারে ২১ রান খরচায় ১ উইকেট নেন নাহিদা। এর সৌজন্যে টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন তিনি। ৭২ ইনিংসে তার ৮৫ উইকেট। সালমা খাতুন ৯৩ ইনিংসে ধরেন ৮৪ শিকার। প্রথম ম্যাচে ৫টিসহ সিরিজে নাহিদার ঝুলিতে জমা পড়েছে ৮টি উইকেট। বাংলাদেশের সাফল্যে তার হাতেই উঠেছে সিরিজ সেরার পুরস্কার। হোয়াইটওয়াশের অভিযানে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই দলকে প্রথম সাফল্য এনে দেন সানজিদা আক্তার। বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হন সিদরা আমিন। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন মুনিবা, বিসমাহ মারুফ। মুনিবা ফিফটি করলেও বিসমাহ থামেন ২ চারে ৪৯ বলে ৪৮ রান করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট ফারিহা তৃষ্ণা। রান তাড়ায় প্রথম ওভারেই ড্রেসিং রুমের পথ ধরেন অভিষিক্ত সুমাইয়া আক্তার। সুলতানা খাতুনের চোটে স্কোয়াডে ঢুকে ম্যাচ খেলার সুযোগ পেয়ে বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলেন সুমাইয়া। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় উইকেটে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি। তবে বেশি দূর যেতে পারেননি তারা। সোবহানা ড্রেসিং রুমে ফেরেন ১৭ রান করেন। পরে হতাশ করেন নিগার সুলতানা, স্বর্ণা আক্তার, রিতু মনিরা। শামিমা আউট হন ৩৮ বলে ২৬ রান করে। শেষ দিকে শরিফা খাতুন, রাবেয়া খানদের ব্যাটে কোনোমতে একশ পেরোয় বাংলাদেশ। ২টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল, আলিয়া রাজ।
টি–টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে খেলতে ঢাকায় যাবে দুই দল। মিরপুরে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ নভেম্বর।