পটিয়ায় আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মাদ্রাসার মহাপরিচালক মৌলানা ওবায়দুল্লাহ্ হামজা পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ পত্রটি শিক্ষা পরিচালক মুফতি জসিম উদ্দিনের কাছে জমা দিয়ে গতকাল রবিবার সকালে মাদ্রাসা ত্যাগ করেন। এ ঘটনায় রবিবার বিকেলে মাদ্রাসার পদত্যাগকারী মহাপরিচালক মৌলানা ওবায়দুল্লাহ্ হামজা পটিয়া থানায় এসে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৬০/৭০জনকে অজ্ঞাত আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে গত রবিবার রাত ১২টার পর থেকে মাদ্রাসার ছাত্ররা মহাপরিচালকের অপসারণের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও মাদ্রাসায় ভাঙচুর চালায়। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা মহাপরিচালকের বাসভবনে হামলা করে দরজা জানালা ভাঙচুর করে এবং মহাপরিচালকের অনুসারী হিসেবে পরিচিত বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে। এর মধ্যে বিক্ষোভে আহত জাকারিয়া নামের এক ছাত্রকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার বিকেলে পটিয়া থানায় অভিযোগপত্র দিতে এসে
মাদ্রাসার মহাপরিচালক ওবায়দুল্লাহ্ হামজা তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রটি আদায় করা হয় বলে দাবি করেন। মাদ্রাসা সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় মাদ্রাসার মজলিশে শুরার বৈঠকে বিবদমান সমস্যাটি সমাধানে পূর্ব নির্ধারিত বৈঠক বসার কথা রয়েছে। পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, এ সমস্যাটি কিছুদিন ধরে চলে আসছিল। আমরা প্রশাসনের পক্ষ থেকে তা সমাধানের চেষ্টা করলে তারা বলেছেন, আমরা নিজেরা এটা সমাধান করে নেব। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।