বিএনপি হরতাল ডাকার পর আজ রোববারের সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। খবর বিডিনিউজের।
ব্যাংকার্স সিলেকশন কমিটির পরীক্ষা স্থগিত : বিএনপির হরতাল ডাকার পর আজকের ব্যাংকার্স সিলেকশন কমিটি পরিচালিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেছেন, ব্যাংকার সিলেকশন কমিটির আগামীকালের (আজ) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের সাক্ষাৎকার চলমান রয়েছে, যার একটি অংশ আজ রোববার হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের তরফে জানানো হয়েছে।










