চকবাজারে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) মাহফিল

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৭:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অটোরিকশাঅটোটেম্পো শ্রমিক ইউনিয়ন চকবাজার শাখার উদ্যোগে চকবাজার শাখার সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবের সঞ্চালনায় পবিত্র ঈদই মিলাদুন্নবী (সা🙂 উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার চকবাজারস্থ নবাব ওয়ালীবেগ খাঁ শাহী জামে মসজিদের মোড়ে আয়োজিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার সিনিয়র আরভী প্রভাষক ও সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ চকবাজারের খতিব মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।

বিশেষ আলোচক ছিলেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক ও নবাব ওয়ালীবেগ খাঁ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেম আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। মাহফিলে বক্তারা বলেন, পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের (পবিত্র ঈদে মিলাদুন্নবীর) গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বক্তারা সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার আহ্বান জানান এবং ফিলিস্তিনে ইসরায়েলের বর্বারোচিত হামলায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়নের চকবাজার শাখার যুগ্ম সম্পাদক মো. আবদুল্লাহ সুমন, অর্থ সম্পাদক মো. রাজু, মো. রুবেল, মো. জয়নাল, মো. ফয়সাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে হাসিমুখ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধপূর্ব শত্রুতার জেরে কেটে নিলো মাঠের আধাপাকা ধান