বিজয়’৭১ সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৭:০২ পূর্বাহ্ণ

বিজয়’৭১ সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মো. জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও মো. আনিছুর রহমান ফরহাদের সঞ্চালনায় গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়।

১ম অধিবেশনে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ফজল আহমদ। উদ্বোধক ছিলেন রাজনীতিবিদ মো. আবদুল নুর। মূখ্য আলোচক ছিলেন ডা. আর.কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন মো. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম রাশেদ। অধিবেশনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যকার সজল চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন প্রকৌশলী সোমনাথ দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন মমতাজ উদ্দীন। উপস্থিত ছিলেন ডা. এস.কে পাল সুজন, অনুপ কুমার রাশু পালিত, রোজি চৌধুরী, অঙ্গরাজ সম্রাট, দিলীপ সেনগুপ্ত, অনিক সেনগুপ্ত, অয়ন দাশ, শিল্পী সমীরন পাল, নৃত্য প্রশিক্ষক রাজেশ, মহিলা নেত্রী ডলি, পান্না আক্তার, ঝুমুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বিএনপির নৈরাজ্য রাজপথে প্রতিহত করা হবে ’
পরবর্তী নিবন্ধআউলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণ করার আহবান