পাকিস্তানকে হারিয়ে নারী টি–টোয়েন্টি সিরিজ ইতিমধ্যে জিতে নিয়েছে বাংলাদেশ। আজ ২৯ অক্টোবর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে চারটায় সাগরিকার জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ২০ রানে পাকিস্তানকে পরাজিত করে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে আছে।