এই দিনে

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

 

তুরস্কের প্রজাতন্ত্র বার্ষিকী। বিশ্ব স্ট্রোক দিবস

১৬১৮ ইংরেজ অভিযাত্রী স্যার ওয়াল্টার র‌্যালের মৃত্যু।

১৭৮৩ ফরাসি সাহিত্যিক, দার্শনিক ও কোষগ্রন্থকার জাঁ দালাঁবেরএর মৃত্যু।

১৭৮৯ বাংলায় প্রথম নীল চাষ হওয়া সম্পর্কে তথ্য পাওয়া যায়।

১৮২৮ বিশিষ্ট মার্কিন হোমিওপ্যাথি চিকিৎসক ক্যারল ডানহামএর জন্ম।

১৮৫১ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশন অব বেঙ্গল’ প্রতিষ্ঠিত হয়।

১৮৫৩ শিক্ষাবিদ ও গ্রন্থকার গিরিশচন্দ্র বসুর জন্ম।

১৮৮২ ফরাসি ওপন্যাসিক ও নাট্যকার ঝাঁ ঝিরাদুর জন্ম।

১৮৯৭ হিটলার সহযোগী ও কূটপ্রচারক গোয়েবল্‌সএর জন্ম।

১৯১০ সাহিত্যিক সাংবাদিক রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষএর মৃত্যু।

১৯১০ ব্রিটিশ দার্শনিক আলফ্রেড আয়ারএর জন্ম।

১৯১১ মার্কিন সাংবাদিক ও সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারএর মৃত্যু।

১৯১৭ বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেনএর মৃত্যু।

১৯১৮ কবি তালিম হোসেনের জন্ম।

১৯২০ নোবেলজয়ী (১৯৮০) মার্কিন ভেষজবিজ্ঞানী বাবুজ বেনাকেরারাফএর জন্ম।

১৯২৩ তুরস্ক প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯২৪ পোলিশ কবি ও নাট্যকার জ্‌বিগ্‌নেভ্‌ হের্‌বের্ট্‌এর জন্ম।

১৯২৫ সুইজারল্যান্ডের লোকার্নোয় ১২দিন ব্যাপী বৈঠকে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৩ ফরাসি বিজ্ঞানী আলবেয়ার কালমেত্তের জীবনাবসান।

১৯৪১ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম।

১৯৫১ মর্কিন জ্যোতির্বিজ্ঞানী রবার্ট গ্র্যান্ট আইকটেনএর জন্ম।

১৯৬৪ টাঙ্গানিকা ও জাঞ্জিবারএর একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।

১৯৬৬ মার্কসবাদী সাহিত্য সমালোচক ও সাহিত্যিক নীরেন্দ্রনাথ রায়এর মৃত্যু।

১৯৭১ নোবেলজয়ী (১৯৪৮) সুইডিস জৈবরসায়নবিদ আর্ন টিসেলিউস্‌এর মৃত্যু।

১৯৭৫ গবেষক ও শিক্ষক আবদুল মাজেদ খানের মৃত্যু।

১৯৯৫ বাকুতে পাতালরেলে অগ্নিকাণ্ডে তিন শতাধিক লোকের প্রাণহানি।

১৯৯৮ ব্রিটিশ কবি টেড হিউজের মৃত্যু।

২০১৩ ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক গ্রাহায স্টার্কএর মৃত্যু

পূর্ববর্তী নিবন্ধকালীপ্রসন্ন ঘোষ : লেখক ও সাংবাদিক
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে দ্বীপ ভাতা চালু করা হোক