রাজধানীতে বিএনপির সমাবেশে অংশ নিতে যাওয়া দলটির চট্টগ্রামের ৩৮ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা এ তথ্য জানিয়েছেন। নগর বিএনপির সাবেক সহ–দপ্তর সম্পাদক ইদ্রিস আলী আজাদীকে বলেন, ঢাকায় মহাসমাবেশে গিয়ে চট্টগ্রাম মহানগরীর ১২ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এরা হচ্ছেন–চান্দগাঁও থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম, নগর যুবদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, চান্দগাঁও থানা বিএনপি নেতা মোহাম্মদ ইয়াছিন, মো. হোসেন, গোলাপুর রহমান, মো. হানিফ, মো. রাসেল, মো. মনসুর, পাহাড়তলী থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, পাঠানটুলী ওয়ার্ড বিএনপি নেতা জাবের আহমদ ও মো. আবদুল নবী এবং পাঁচলাইশ থানা যুবদলের সদস্য মো. হাসান তোফা।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার আজাদীকে বলেন, ১৮ থেকে ২০ জন গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে সন্দ্বীপের আছে ১২ থেকে ১৪ জন এবং ৬ জন আছে ফটিকছড়ির। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান আজাদীকে বলেন, ঢাকার সমাবেশে যাওয়া আমাদের ৮ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।