চার দশকের দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে চট্টগ্রামের গ্রাহকদের পাশে আইডিএলসি

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দেশের অর্থনীতিতে বন্দরনগরী চট্টগ্রামের ভূমিকা অনস্বীকার্য। বঙ্গোপসাগরের তীরের এ নগরী বাণিজ্যিকভাবে যেমন সমৃদ্ধ করেছে দেশের অর্থনীতিকে, তেমনই প্রাকৃতিকভাবেও নানা প্রাচুর্যে ভরপুর। ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ এই শহরে দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি’র পথচলা ত্রিশ বছরেরও বেশি সময় ধরে। নন্দন কানন ও আগ্রাবাদ শাখার মধ্য দিয়ে আইডিএলসি চট্টগ্রামের গ্রাহকদের সেবা দিয়ে আসছে।

দেশের বৃহত্তম ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি যাত্রা শুরু করে ১৯৮৫ সালে, মাত্র ৫ জন কর্মীকে নিয়ে। ৪ দশক ধরে দেশের এসএমই, রিটেইল লোন, ডেপোজিট ও পুঁজিবাজারে গড়ে নিয়েছে নিজেদের শক্তিশালী অবস্থান। দেশের বিভিন্ন অঞ্চলে ৪০টি শাখায় দিচ্ছে এসএমই লোন, হোম লোন, কার লোন ও পার্সোনাল লোন’র মতো প্রয়োজনীয় সার্ভিস। এছাড়াও গ্রাহকদের চাহিদা অনুযায়ী আইডিএলসিতে রয়েছে বিভিন্ন রকমের ডেপোজিট সার্ভিস। প্রায় ১,৭০০ কর্মী নিয়ে আইডিএলসি এখন সেবা দিচ্ছে চার লাখেরও বেশি গ্রাহককে। দূরদর্শিতা, দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে গ্রাহকদের দুরন্ত স্বপগুলোকে ডানা মেলার শক্তি দিয়েছে; পাশে আছে আস্থা ও ভরসা হয়ে।

দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সুশাসন ও সময়োপযোগী সেবা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে আইডিএলসি। কারো নিজের ব্যবসাকে এগিয়ে নিতে, কারো পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কিংবা কাউকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেবার কাজে আছে নির্ভরতার প্রতীক হয়ে। যোগ্য নেতৃত্ব, স্বচ্ছতা ও নিবেদিতপ্রাণ কর্মীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আইডিএলসি পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়, অনুকরণীয় হয়ে উঠেছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে।

গত ১১ বছরে ধরে আইডিএলসি পেয়ে আসছে অঅঅ ক্রেডিট রেটিংএর স্বীকৃতি, সেইসাথে অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক অগণিত পুরষ্কার। গ্রাহকদের সেবা প্রদানের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরপর তিনবার সাসটেইনেবল ব্যাংক রেটিংয়ে ধরে রেখেছে শীর্ষ অবস্থান।

দেশের আর্থিক অন্তর্ভুক্তির বাহিরে থাকা এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে সর্বপ্রথম উদ্যোগ নিয়েছে আইডিএলসি। ‘সবার জন্য বাড়ি’ নামে স্বল্প আয়ের মানুষের জন্য আইডিএলসি দিচ্ছে অ্যাফোর্ডেবল হোম লোন সুবিধা, যার মাধ্যমে অনেকেই নিজের একটা বাড়ির স্বপ্নকে সত্যি করেছে। অন্যদিকে প্রযুক্তিগত উদ্বাবনকে কাজে লাগিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় সেবা পাওয়াকে আরো সহজলভ্য করেছে আইডিএলসি। আর্থিক অন্তর্ভুক্তির বাহিরে থাকা জনগোষ্ঠীর জন্য বিকাশ অ্যাপের মাধ্যমে চালু করেছে দেশের প্রথম ডিজিটাল ডিপিএস সেবা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনেদারল্যান্ডসের কাছে হারের পর সামাজিক মাধ্যমে মন্তব্য
পরবর্তী নিবন্ধঢাকায় সমাবেশে যাওয়া চট্টগ্রামের ৩৮ নেতাকর্মী গ্রেপ্তার