অ*স্ত্র নিয়ে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ৩ সীমান্তরক্ষী, পরে ফেরত

কক্সবাজার প্রতিনিধি

| শনিবার , ২৮ অক্টোবর, ২০২৩ at ১০:১৮ অপরাহ্ণ

অস্ত্র নিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির ৩ সদস্য। তাঁদের হাতেনাতে ধরে ফেলে বাংলাদেশের বিজিবি। পরে দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

শনিবার (২৮ অক্টোবর) বিকালে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার টেকনাফ—মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে বিজিবি—বিজিপির পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্রসহ আটক বিজিপির তিন সদস্যকে হস্তান্তর করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘শনিবার সকাল ৯টার দিকে ঝিমংখালী সীমান্তে মিয়ানমারের ৭ বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তিন সদস্য অস্ত্র—গুলি, ওয়াকিটকি, মোবাইল ফোন নিয়ে একটি কাঠের নৌকা করে ঢুকে পড়ে।

এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ পূর্বক আটক করেন। আটক বিজিপির সদস্যরা ভুলক্রমে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বলে জানান।

বিজিবির এই অধিনায়ক আরও জানান, আটকের পর তাদেরকে ২ বিজিবি ব্যাটালিয়ন সদরদফতরে আনা হয়। পরে মিয়ানমার বিজিপির সঙ্গে যোগাযোগের পর বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ৯ শিবির কর্মী আ ট ক
পরবর্তী নিবন্ধআজকের সহিংসতায় ভিসা নিষেধাজ্ঞা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র