মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

টেকনাফে পুকুরে ডুবল শিশু

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৮ অক্টোবর, ২০২৩ at ৮:৫০ অপরাহ্ণ

টেকনাফে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ নিহত হয়েছে। পৃথক এক ঘটনায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এনায়েতুর রহিম (২২) মোবাইলে চার্জ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত রহিম ফুটবলার এবং একই এলাকার রশিদ আহম্মদের ছেলে। অপরদিকে গত শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় রিয়াজ উদ্দিন (১১) গোসল করতে গেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রিয়াজ উদ্দিন ওই এলকার মো. শফিকের ছেলে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, দুইজনের প্রাণহানির ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইন্টারনেট সেবা স্বাভাবিক হতে ‘এক সপ্তাহ’ লাগবে
পরবর্তী নিবন্ধএলডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা