রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় জামিন পেলেন না ইমরান খান

| শনিবার , ২৮ অক্টোবর, ২০২৩ at ৮:৪৭ অপরাহ্ণ

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন খারিজ করে দিয়েছে আদালত। গতকাল শুক্রবার তার আইনজীবী একথা জানিয়েছেন। আইনজীবী নাঈম পাঞ্জুতা বলেন, ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের জামিন ও মামলা বাতিলের আবেদন খারিজ করেছে। এক্স স্যোশাল মিডিয়া প্লাটফর্মে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বলেন, আমরা এর বিরুদ্ধে আপিল করব।

গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইসলামাবাদে একটি গোপন তারবার্তা পাঠিয়েছিলেন। ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই বার্তা প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন করেছেন। তবে ইমরান এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই তারবার্তা গণমাধ্যমে এসেছিল অন্য সূত্র থেকে। খবর বিডিনিউজের।

গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। ফাঁস হওয়া কূটনৈতিক তারবার্তার কথা উল্লেখ করে তিনি তখন বলেছিলেন, যে বার্তা ফাঁসের জন্য তাকে অভিযুক্ত করা হচ্ছে, সেটিই প্রমাণ করছে যে, তার রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করেছিল।

পূর্ববর্তী নিবন্ধমনজুর আলমের মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধঅবিলম্বে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন