কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ১০টায় ১ হাজার ৩৬২ যাত্রী নিয়ে কক্সবাজার ও টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ৪টি জাহাজ রওনা দেয়।
ইউএনও মো. আদনান চৌধুরী জানান, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। অবশেষে সাগর শান্ত এবং আবহাওয়া অনুকূলে থাকায় বৃহস্পতিবার জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছিল টেকনাফ উপজেলা প্রশাসন। এর আগে সোমবার বিকেল ৩টার আগে সেন্টমার্টিনে অবস্থানরত পর্যটকদের দ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।