পালিয়েও রক্ষা হলো না হাজতি রাশেদার

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৩:০৭ অপরাহ্ণ

পালিয়েও রক্ষা হলো না নারী হাজতি রাশেদার। অবশেষে আবারও পুলিশের জালে আটকে গেলেন তিনি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজাপালং উত্তর পুকুরিয়া বাড়ি থেকে তাঁকে আটক করে উখিয়া থানা পুলিশ।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘পালানোর খবর আমাদের জানানো হয়। এরপর তাকে আটকে অভিযান শুরু হয় বুধবার থেকে। বৃহস্পতিবার তাঁকে আইনের আওতায় আনা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে।’

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ শাহ আলম খান বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল।

সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পালানোর পর তাকে ধরতে লোক লাগানো হয়। বৃহস্পতিবার সকালে উখিয়া থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

জানা যায়, রাশেদাকে উখিয়া থানার মামলা নং—৩৪ দন্ডবিধি—৩৬৫/৩৮৬/৩৪ এ গ্রেফতার করা হয়। রাশেদা মৃগীরোগে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

সন্ধ্যা ৭ টার দিকে ঘূর্ণিঝড় হামুন যখন তাণ্ডব চালাচ্ছিল সেই সুযোগে বাথরুমে যাওয়ার কথা বলে উপস্থিত দুইজন কারা রক্ষীকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাঁর হাজতি নং—৫৭১/২৩। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর পুকুরয়া এলাকার মৃত নজরুল ইসলাম মেয়ে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ধান ক্ষেত থেকে বৃদ্ধার লা*শ উদ্ধার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পুকুরে ডুবে গৃহকর্মীর মৃ*ত্যু