বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (দ.) জীবনাদর্শ অনুসরণ করতে হবে

দক্ষিণ কাথরিয়ায় মাহফিলে বক্তারা

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বাঁশখালী দক্ষিণ কাথরিয়া হযরত বাইলা খলিফা (রহ) জামে মসজিদ ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল ২৫ অক্টোবর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু মুহাম্মদ মহিউদ্দিন কাদেরীর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা আল্লামা আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার মুহাদ্দিস নাসিরাবাদ শাহী জামে মসজিদের খতিব আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন বাইলা খলিফা মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবদুল লতিফ মুনিরী ও মসজিদের সহ সভাপতি মাওলানা কুতুব উদ্দিন আলকাদেরী। বাইলা খলিফা (রহ) হেফজখানা ও এতিমখানার সেক্রেটারি সংগঠক হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল ওয়াহেদের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন হাফেজ ক্বারী মাওলানা এনামুল হক, মাওলানা মুহাম্মদ হোসাইন, হাফেজ মুহাম্মদ শহীদুল্লা, কাজী মোহাম্মদ নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. হাসান, ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল আলম, মুহাম্মদ নূরুল ইসলাম, মুহাম্মদ মনজুরুল হক, মেম্বার দিদারুল আলম, মুফিজুর রহমান, ডা. মোজাম্মেল হক, আবদুচ ছবুর সওদাগর প্রমুখ। মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ইসলামী জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। হেফজখানার ছাত্রদের ছবক এবং পাগড়িও প্রদান করা হয় মাহফিলে। সভাপতির বক্তব্যে যুগ্ম সচিব আবু মুহাম্মদ মহিউদ্দিন কাদেরী বলেন, প্রিয় নবীর (.) অনুপম জীবনাদর্শই আমাদের জন্য অনুসরণীয় ও মডেলস্বরূপ। দয়া, করুণা, সততা, ক্ষমা, মহানুভবতাসহ সকল মানবিক গুণের সমাহার ঘটেছে প্রিয় নবীর () মাঝে। বর্তমান অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (.) জীবনাদর্শ আমাদের অনুসরণ করতে হবে। প্রধান বক্তা আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান আলকাদেরী বলেন, দুনিয়া আখিরাতে কল্যাণ ও নাজাত পেতে বিশুদ্ধ ঈমান আক্বিদা ধারণ করতে হবে এবং সেই সাথে পরিশুদ্ধ আমলও জরুরি। পরে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধখালেদার চিকিৎসায় তিন মার্কিন চিকিৎসক ঢাকায়