অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগের অবস্থান কর্মসূচি

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগের সভাপতি উজ্জ্বল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো ওসমান গনির নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল গতকাল বুধবার শাহ আমানত সেতু সংযোগ সড়ক বাকলিয়া এলাকায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, ২৮ জুলাই বিশেষ সাধারণ সভায় দুর্নীতি ও সংগঠনের তহবিল আত্মসাতের দায়ে বহিষ্কৃত ব্যক্তি বাকলিয়া লিজা কমিউনিটি সেন্টারের পাশে গোপন আস্তানায় বসে বেআইনিভাবে অটোরিকশা অটো টেম্পো শ্রমিক লীগের ব্যানার অপব্যবহার করে অবৈধ নির্বাচনী কার্যক্রম বন্ধ ও সংগঠন বিরোধী ষড়যন্ত্রের দায়ে আইনের আওতায় আনার দাবিতে কর্মসূচি।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো আবুল হাসেম, মো মোশাররফ হোসেন খান, মো ইউছুফ, মিন্টু দে, মো মিজানুর রহমান, মো এরশাদ, সুভাষ নাথ, মো, কাপ্তান মিয়া, উজ্জ্বল চক্রবর্তী, মো আনোয়ার হোসেন, আবু তাহের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট কলেজে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চন্দনাইশ কৃষকলীগের প্রস্তুতি সভা