ছয় পৌরসভার মেয়রদের নিয়ে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সেমিনার

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:৩৫ পূর্বাহ্ণ

এইড ফাউন্ডেশন ও মেয়র এলায়েন্স ফর হেলদি সিটিজের আয়োজনে ছয় পৌরসভার মেয়রদের নিয়ে পটিয়ায় গতকাল মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পটিয়া পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভার মেয়র মো. মাহাবুবুল আলম খোকা। এতে প্রধান অতিথি ছিলেন দামরা পৌরসভার মেয়র গোলাম কবির।

সেমিনারে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জুবায়ের, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, পটিয়া পৌরসভার প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, কাউন্সিলর শফিউল আলম ও জসিম উদ্দিন, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াসমিন আক্তার চৌধুরী, ফেরদৌস বেগম, চন্দনাইশ পৌর নির্বাহী কর্মকর্তা মো. মহসিন, ফটিকছড়ি পৌরসভার নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সাতকানিয়া পৌরসভা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পটিয়া পৌর নির্বাহী ও এইড ফাউন্ডেশনের প্রজেক্ট পরিচালক মোহাম্মদ নেজামুল হক, আবু নাসের অনিক, নাসরিন সুলতানা, মিজানুর রহমান খন্দকার, সাহেদুল ইসলাম, হারুনুর রশিদ, অরজিৎ কুমার দে, বিধান দাশ, তপন শর্মা,শরীফ খান, করুণা কান্তি বড়ুয়া।

সেমিনারে পৌরসভার একশগজের মধ্যে যাতে মাদক ব্যবহার না হয় তা নিশ্চিত করা, মাদকের লাইসেন্স বাধ্যবাধকতা বা নিশ্চিত করা, স্থানীয় ঈমামদের নিয়ে জঙ্গিবাদবিরোধী সচেতনা তৈরি এবং মসজিদে যেকোনো ধরনের সন্দেহভাজন অবস্থান শনাক্ত করার বিষয়ে আলোচনা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘স্মার্ট বাংলাদেশ তৈরিতে প্রয়োজন স্মার্ট স্বেচ্ছাসেবক’
পরবর্তী নিবন্ধনাজিরহাট কলেজে আলোচনা সভা