মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে রোটারি

চিটাগং সুপ্রিম রোটারি ক্লাবের অভিষেকে বক্তারা

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:৩৪ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম এর ৩য় অভিষেক ও ২য় প্রতিষ্ঠাবার্ষিকী গত ২৪ অক্টোবর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম চেয়ারম্যান বিদায়ী সভাপতি ও এডিশনাল যোনাল সেক্রেটারী অ্যাডভোকেট শওকত আওয়াল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সদ্য বিদায়ী সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী। অভিষিক্ত সভাপতি জোবায়দুর রশিদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডিস্ট্রিক ফাস্ট লেডি রোটারিয়ান সামিনা ইসলাম, শিক্ষাবিদ ড. মা্‌হবুবুল হক, এম এ আহাদ, আবু ফয়েজ খান চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, সামিনা ইসলাম, এরশাদ চৌধুরী, নাদিরা বেগম শিল্পী, মুহাম্মদ নাজমুল হক, মুহাম্মদ আলী মিঞা, মো. সাফায়েত হোসেন, জয়েন্ট সেক্রেটারী ডা. নাবিল চৌধুরী, অ্যাডভোকেট এসএম আরমান মহিউদ্দিন, ফয়সাল মাহমুদ, মো. মহসিন উদ্দীন, মো. মফিজুর রহমান, অ্যাডভোকেট ইসতিয়াক আহমদ, মো. কুতুব উদ্দীন, মামুনুর রশিদ, আবু তৈয়ব মাহমুদ, মো. নুরুল ইসলাম আজাদ প্রমুখ। উপস্থিত ছিলেন মো. আকবর হোসেন, রোটারিয়ান প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, প্রফেসর ডা. আকবর হোসেন, জালাল উদ্দিন বাবলু, ওমর আলী ফয়সাল, মো.শাহজাহান প্রমুখ। প্রধান অতিথি বলেন, রোটারি ক্লাব পরিবেশ সংরক্ষণসহ ৭টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে। তিনি পরিবেশ সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাণিজ্যিকীকরণ না করে পরিবেশ রক্ষায় সরকারসহ সকলকে মনোযোগী হওয়ার জন্য আহবান জানান। জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেন, সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে রোটারি বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার খুলে দিবে বঙ্গবন্ধু টানেল
পরবর্তী নিবন্ধ‘স্মার্ট বাংলাদেশ তৈরিতে প্রয়োজন স্মার্ট স্বেচ্ছাসেবক’