কর্ণফুলী উপজেলা যুবলীগের বর্ধিত সভা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:২৭ পূর্বাহ্ণ

২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে আনোয়ারার জনসভাকে সফল করতে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার স্বর্ণালী কনভেনশন হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিমউদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি তৌহিদুল হক, আবিদ হোসেন, নুরল আমিন, মাহবুব আলম, তসলিম উদ্দিন, আরিফুজ্জামান আরিফ। সংগঠন সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শহিদুল্লাহ, ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন, তারেক হাসান জুয়েল, সিরাজুল ইসলাম হৃদয়, হাসান মুরাদ সাগর, শহিদুল্লাহ্‌ শহীদ, আলমগীর বাদশা, শাহাদত হোসেন রিটন, রাশেদ রানা, সাইফুদ্দিন, এম এ রহিম, অ্যাড. দিদারুল ইসলাম দিদার, অ্যাড. মহসিন, এম এ রহিম, হাবিবুর রহমান মানিক, জাহাঙ্গীর আলম জয়, মহিউদ্দিন খোকন, ইনামুল হক, ইকবাল হাসান, সাইফুদ্দিন বিপ্লব, জাহেদুর রহমান জাহেদ, মনির আহমদ, সাইফুল হাসান, সোলাইমান কবির, আনোয়ার সাদাত মোবারক, নুরুল ইসলাম নুরু, জাবেদ উদ্দিন চৌধুরী, যুব মহিলা নেত্রি উর্মি আখতার, ডেইজি আখতার প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে যুবলীগের নেতাকর্মীদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ৩০ শতাংশ হাসপাতাল বন্ধ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার